একটি কবিতা

“১৬ ডিসেম্বর” একটি কবিতার নাম

যার কোনো নির্দিষ্ট মাত্রা নেই, নেই কোনো নির্দিষ্ট ছন্দ।

কবিতাটিতে কোনো অলঙ্কার খুঁজে পাইনি আমি

পাইনি কোনো উপমা।

যার প্রবহমানতা জুড়ে কেবল রক্ত আর রক্ত।

যার প্রতিটি স্তবকে স্তবকে সাজানো হয়েছে ভাইয়ের মৃত্যু কাহিনি, বোনের হাহাকার, বাবার কাফনের কাপর, মায়ের সম্মান।

এই কবিতাটি পৃথিবীর একমাত্র ব্যতিক্রমধর্মী কবিতা

যা লেখা হয়েছিল ত্রিশ লক্ষ কবির রক্ত দিয়ে ।

কবিতাটি আমি খুটে খুটে পড়েছি

একটি কমা পর্যন্ত বাদ দেইনি।

দীর্ঘশ্বাস, প্রতিশোধ সবশেষে বিজয়ের গান।

নিজস্ব পতাকা, নিজস্ব শাসন, নিজস্ব মানচিত্র, নিজস্ব একটি দেশ-

এই কবিতার অর্জিত ফলাফল।

১৬ ডিসেম্বর পৃথিবীর একমাত্র কবিতা যা দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ।


Visit our Instagram and Facebook.

Follow The Interlude for more.

Author

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *