পবিত্র শিশু

উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর,
এরই মাঝে পৃথিবীর বৃহৎ ব-দ্বীপ!
আমরা বিশ্বাস করতাম,
এই ভূখন্ডে একদিন জন্ম হবে একটি পবিত্র শিশুর।
প্রকৃতির অমোঘ আদরে লালিত হবে সে,
মাটির সোঁদা গন্ধ আগলে রাখবে তাকে।

তারপর, এক বসন্তে তার জন্ম হলো।
স্বাধীনতা, তুমি সেই বহু আকাঙ্ক্ষার পবিত্র শিশু!
তোমাকে পাওয়ার আশায় কফিল উদ্দিন ঘর ছেড়েছিল,
তাকে খুঁজে পাওয়া যায়নি আর।
তোমাকে দেখবে বলে রহিমা খাতুন হারিয়েছে সর্বস্ব,
তার দেখা পাওয়া যায়নি আর।
তোমার স্পর্শের স্বাদ পাবে বলে প্রাণ দিয়েছে লাখো মানুষ,
পদ্মা, মেঘনা আর যমুনায় বারবার প্রবাহিত হয়েছে লোহিত ধারা।

স্বাধীনতা,
তোমার জন্মপ্রহর কেটেছে আন্দোলনে- হরতালে।
যেখানে বসন্তের কলোরব ছিল,
বিশ্ববিদ্যালয়ের দিনগুলি ছিল,
প্রেয়সীর হাসিমুখ ছিল,
পকেটে সদ্য পাওয়া প্রেমপত্র ছিল,
কৃষকের গোলা ভরা ধান ছিল,
শ্রমিকের ঘামে ভেজা শার্ট ছিল,
আর ছিল বুকে বুলেটের গভীর ক্ষত।

সেই আগুনের দিনগুলিতে তুমি বেড়ে উঠেছো।
পলাশীর প্রান্তরে যে সূর্যের অস্ত হয়েছিল,
এ দেশে চির বসন্ত হয়ে তুমি আবার এসেছো ফিরে…
স্বাধীনতা, তুমি জননীর সেই বহু আকাঙ্ক্ষার পবিত্র শিশু।
তুমি দৃঢ় হও, তুমি দীর্ঘজীবী হও।
আমাদের একসাথে পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ।

– জ্যোতিপ্রকাশ নির্ঝর


Follow The Interlude for more!

Authors

  • Joyti Prokash Dash Talukdar

    Nirjhor is currently pursuing MA in English Degree from Metropolitan University. Professionally, he works as a Lecturer of Communicative English at Al Amin Nursing College.

    View all posts
  • Zaki Alam Pushan

    A chemical engineer who dreams of a world without pollution. A researcher who fell in love with solving problems. A photographer who tries to bring the coexistence of chaos and symphony, disturbance and tranquility through his work. Pushan believes his works are the connection between his dream and reality through his love.

    View all posts

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *